ইয়ুথ জার্নালিস্টস্ ফোরামের ইফতার মাহফিল-২০২৩ অনুষ্ঠিত

ইয়ুথ জার্নালিস্টস্ ফোরামের ইফতার মাহফিল-২০২৩ অনুষ্ঠিত

ঢাকা, ১৭ এপ্রিল, ২০২৩ : রাজধানীর তোপখানা রোডস্থ বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে সোমবার সন্ধ্যায় ইয়ুথ জার্নালিস্টস্ ফোরাম বাংলাদেশের (ওয়াইজেএফবি) ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সংঠনের সভাপতি তানভীর আলাদিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন কাদেরের সঞ্চালনায় ইফতারপূর্ব আলোচনাপর্বে বক্তৃতা করেন- ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর সাবেক সভাপতি কাজি রফিক, ডিইউজে’র সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুল আলম খান তপু, বিএফইউজের কার্যনির্বাহী সদস্য নূরে জান্নাত আখতার সীমা, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান, বাংলাদেশ আওয়ামী তথ্য-প্রযুক্তি ফোরামের সাধারণ সম্পাদক কাজি গোলাম সালেহউদ্দিন নওফেল, ডিইউজে’র কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, ঢাকা সাংবাদিক বহুমুখী সমবায় সমিতির সভাপতি মো. আল মামুন, ল’ ইয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ল্যাব) সভাপতি কাজি ওয়ালী উদ্দিন ফয়সল, সাধারণ সম্পাদক ও সহকারি অ্যাটর্নি শরীফুজ্জামান সংগ্রাম, সুপ্রীম কোর্ট শাখার সাধারণ সম্পাদক মো. শামীম খান, আওয়ামী লীগ নেতা ও সাংবাদিক খোন্দকার তারেক রায়হান, স্বপ্নীলের চেয়ারম্যান মঞ্জুরুল আলম টিপু, জেনিথ ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের কর্মকর্তা এসএম নুরুজ্জামান, চিত্রনির্মাতা অনার্য মুর্শীদ ও মাইম শিল্পী নিথর মাহবুব প্রমুখ।

বক্তারা বলেন- যুবকরাই হোক স্মার্ট বাংলাদেশ গড়ার হাতিয়ার। আগামীর নান্দনিক বাংলাদেশ গড়তে সেখানে অবশ্যই দৃষ্টান্তমূলক অবদান রাখবে দেশের যুব সাংবাদিকরা।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি মুরসালীন নোমানী, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ঢাকাস্থ কুমিল্লা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, বাংলাদেশ আওয়ামী তথ্য-প্রযুক্তি ফোরামের যুগ্ম-সাধারণ সম্পাদক শরীফ রহমান, ডিআরইউ কার্যনির্বাহী সদস্য মহসিন বেপারী, রাইজং বিডির চিফ রিপোর্টার হাসান মাহমুদ, ঢাকাস্থ ফেনী সমিতির নেতা কাজি সেলিম উদ্দিন, সিনিয়র সাংবাদিক অমিতাভ রহমান, গোলাম সামদানী, আবদুল্লাহ আল মাহমুদ মীম, নারগিস কবির লিন্ডা, ওয়াইজেএফবি’র কোষাধ্যক্ষ হাবিুবর রহমান বাবু, রফিকুল ইসলাম, সৈয়দ এলতেফাত হোসাইন, ইউসুফ আলী বাচ্চু, কাজী মুস্তাফিজ, হুমায়ুন মুজিব, ওয়াইজেএফবি মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মুকবুল হোসেন ও ব্রাক্ষণবাড়িয়া জেলা শাখার আহ্বায়ক শফিকুল ইসলাম, সংগীত শিল্পী সোহেল রানা প্রমুখ।

এ সময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন– মাওলানা অধ্যাপক নুরনবী। মোনাজাতে দেশের সমৃদ্ধি, দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তির পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের রূহের মাগফিরাত কামনা করা হয়।

ওয়াইজেএফবির নতুন উপদেষ্টা কমিটি গঠন

ওয়াইজেএফবির নতুন উপদেষ্টা কমিটি গঠন

ঢাকা, ৬ জুলাই, ২০২২ (সংবাদ বিজ্ঞপ্তি): ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশের (ওয়াইজেএফবি) নতুন উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।
আজ বুধবার সকালে সংগঠনের সভাপতি তানভীর আলাদিন ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন কাদের ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটির নাম ঘোষণা করেন। কমিটির মেয়াদ কাল ২০২২-২৩।
উপদেষ্টা মন্ডলীতে যারা-
জনাব কাজি রফিক- সাবেক সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
জনাব আকতার হোসেন- সাধারণ সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
জনাব রুহুল গণি জ্যোতি- প্রধান বার্তা সম্পাদক, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।
নূরে জান্নাত আখতার সীমা- নির্বাহী সদস্য, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন।
জনাব সাইফুদ্দিন আহমেদ ভূঞা (নাসির)- পরিচালক, তিতাস গ্যাস।
জনাব কাজি ওয়ালী উদ্দিন ফয়সল- প্রেসিডেন্ট, ল’ইয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ।
জনাব এম এ কুদ্দুস- সিনিয়র সহ-সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
জনাব শাহজাহান মিঞা- সাবেক সাংগঠনিক সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

মৌলভীবাজারে ওয়াইজেএফবি’র বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন

মৌলভীবাজারে ওয়াইজেএফবি’র বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে সরকার ঘোষিত কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করে ও প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষে যুবক-তরুণ সাংবাদিকদের সংগঠন ইয়ুথ জার্নালিস্টস ফোরাম (ওয়াইজেএফবি) মৌলভীবাজার জেলা কমিটিরি উদ্যেগে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার শহরকে আরো সবুজ ও প্রাকৃতিক বান্ধব হিসাবে গড়ে তুলতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৬ জুলাই) সকাল ১১টার দিকে শহরের আলী আমজাদ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রাণঘাতী করোনার দুর্যোগে সামাজিক ও শারীরিক দূরত্ব মেনে ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা রোপণ করে আনুষ্ঠানিকভাবে সপ্তাহব্যাপী কর্মসূচীর উদ্বোধন করেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুনুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান (জিয়া), জেলা তথ্য কর্মকর্তা মো. আব্দুছ ছাত্তার, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট বিভাগী সমন্বয়কারী ও নাট্য ব্যক্তিত্ব আ.স.ম সালেহ সোহেল। সংগঠনের সভাপতি মো. আব্দুল কাইয়ুম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় বৃক্ষরোপণ কর্মসূচীতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, আলী আমজাদ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাফিজা খাতুন, প্রভাতী শাখার ইনচার্য রোকসানা লস্কর, ইয়ুথ জার্নালিস্টস ফোরাম এর দফতর সম্পাদক আহাদ মিয়া. জহিরুল ইসলাম ও শহীদ উল-ইসলাম প্রিন্স প্রমুখ।

ইয়ুথ জার্নালিস্টস ফোরামের বার্ষিক আনন্দ ভ্রমন সম্পন্ন

ইয়ুথ জার্নালিস্টস ফোরামের বার্ষিক আনন্দ ভ্রমন সম্পন্ন

ঢাকা, ১ নভেম্বর ২০২০: দেশের তরুন-যুব সাংবাদিকদের অন্যতম সংগঠন ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ(ওয়াইজেএফবি)-এর বার্ষিক আনন্দ ভ্রমন স্বাস্থ্যবিধি মেনে গত ২৯ ও ৩০ অক্টোবর ২০২০ তারিখে(বৃহস্পতি ও শুক্রবার)পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অনুষ্ঠিত হয়েছে।
দু’দিনব্যাপি এ আনন্দ ভ্রমনকালে ওয়াইজেএফবি’র সদস্য সাংবাদিকরা তেঁতুলিয়ায় অবস্থিত বাংলাদেশের উত্তর-পশ্চিমের সর্বশেষ প্রান্ত বাংলাবান্ধা সীমান্তের জিরোপয়েন্ট, ভারতে অবস্থিত হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা, আন্তঃসীমান্ত নদী মহানন্দা, বাংলাদেশে সমতলভূমির চাবাগান, কমলাবাগান, পুরনো কোলকাতা-দার্জিলিং সড়কের একাংশসহ বাংলাদেশ-ভারত সীমান্তের চাবাগান এলাকার অপরূপ সৌন্দর্য উপভোগ করেন।
ইয়ুথ জার্নালিস্টস ফোরামের সাধারণ সম্পাদক মহিউদ্দিন কাদের-এর নেতৃত্বে সংগঠনের সদস্যরা ঢাকা থেকে পঞ্চগড় পর্যন্ত বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে যাতায়াত করেন।আনন্দ ভ্রমনে অংশগ্রহনকারি ওয়াইজেএফবি’র সদস্যদের মধ্যে ছিলেন সংগঠনের সহ-সভাপতি আবদুল্লাহ আল মাহমুদ মীম, সাংগঠনিক সম্পাদক এম. জহিরুল ইসলাম, পরিবেশ বিষয়ক সম্পাদক আলম শামস, কার্য নির্বাহি সদস্য মোহাম্মদ আবু হানিফ, সম্মানীত সদস্য সুমন মোস্তফা ও এসএম মাসুদ রানা, মুন্সিগঞ্জ জেলা ইউনিটের সমন্বয়কারি (জেলা কমিটির সভাপতি) মকবুল হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইউনিটের যুগ্ম-সমন্বয়কারি (জাবি কমিটির সাধারণ সম্পাদক) মো. ইউসুফ জামিল এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিটের যুগ্ম-সমন্বয়কারি (জবি কমিটির সাধারণ সম্পাদক) মো. ইসরাফিল হোসাইন।
মুন্সীগঞ্জে ইয়ুথ জার্নালিস্টস ফোরামের রোপন কর্মসূচি

মুন্সীগঞ্জে ইয়ুথ জার্নালিস্টস ফোরামের রোপন কর্মসূচি

১ অক্টোবর ২০২০: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ (ওযাইজেএফবি)-এর মুন্সিগঞ্জ জেলা কমিটির উদ্যোগে টঙ্গীবাড়ী উপজেলায় বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টবর) সকাল ১০ টায় টঙ্গীবাড়ী বানারী বহুমুখী উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।
ইয়ুথ জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি)-এর মুন্সিগঞ্জ জেলা কমিটির সভাপতি মো. মুকবুল হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টঙ্গীবাড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জগলুল হাওলাদার।
বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অসীত বরন বিশ্বাস, ওয়াইজেএফবি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক শেখ মো. শিমুল।
অনুষ্ঠান পরিচালনা করেন ওয়াইজেএফবি’র মুন্সিগঞ্জ জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান।
মৌলভীবাজারে ওয়াইজেএফবি’র বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন

মৌলভীবাজারে ওয়াইজেএফবি’র বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে সরকার ঘোষিত কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করে ও প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষে যুবক-তরুণ সাংবাদিকদের সংগঠন ইয়ুথ জার্নালিস্টস ফোরাম (ওয়াইজেএফবি) মৌলভীবাজার জেলা কমিটিরি উদ্যেগে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার শহরকে আরো সবুজ ও প্রাকৃতিক বান্ধব হিসাবে গড়ে তুলতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৬ জুলাই) সকাল ১১টার দিকে শহরের আলী আমজাদ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রাণঘাতী করোনার দুর্যোগে সামাজিক ও শারীরিক দূরত্ব মেনে ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা রোপণ করে আনুষ্ঠানিকভাবে সপ্তাহব্যাপী কর্মসূচীর উদ্বোধন করেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুনুর রশীদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান (জিয়া), জেলা তথ্য কর্মকর্তা মো. আব্দুছ ছাত্তার, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট বিভাগী সমন্বয়কারী ও নাট্য ব্যক্তিত্ব আ.স.ম সালেহ সোহেল।

সংগঠনের সভাপতি মো. আব্দুল কাইয়ুম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় বৃক্ষরোপণ কর্মসূচীতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, আলী আমজাদ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাফিজা খাতুন, প্রভাতী শাখার ইনচার্য রোকসানা লস্কর, ইয়ুথ জার্নালিস্টস ফোরাম এর দফতর সম্পাদক আহাদ মিয়া. জহিরুল ইসলাম ও শহীদ উল-ইসলাম প্রিন্স প্রমুখ।

জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ইয়ুথ জার্নালিস্টস ফোরামের শ্রদ্ধা নিবেদন

জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ইয়ুথ জার্নালিস্টস ফোরামের শ্রদ্ধা নিবেদন

ঢাকা, ১৭ মার্চ ২০২০: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি)।

ইয়ুথ জার্নালিস্টস ফোরামের সাধারণ সম্পাদক মহিউদ্দিন কাদের-এর নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধিদল জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন-ওয়াইজেএফবি’র সাংগঠনিক সম্পাদক এম. জহিরুল ইসলাম, যুব ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নির্মল কুমার বর্মন, পরিবেশ বিষয়ক সম্পাদক আলম শামস, সদস্য-এসএম মাসুদ রানা, হাবিবুর রহমান বাবু প্রমুখ।

ইয়ুথ জার্নালিস্টস ফোরামের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

ইয়ুথ জার্নালিস্টস ফোরামের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

ঢাকা, ১০ নভেম্বর ২০১৯: দেশের যুব-তরুন সাংবাদিকদের সংগঠন ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি)- এর বার্ষিক আনন্দ ভ্রমণ-২০১৯ আজ রোববার মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হয়।এদিন ওয়াইজেএফবি সদস্যরা লাউয়াছড়া জাতীয় উদ্যান ও মাধবপুর লেকসহ স্থানীয় চাবাগান এলাকায় ভ্রমণ করেন।

ওয়াইজেএফবি-এর সভাপতি তানভীর আলাদিন ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন কাদের’র নেতৃত্বে এই আনন্দ ভ্রমনে সংগঠনের ত্রিশজন সদস্য সাংবাদিক অংশগ্রহণ করেন।

আনন্দ ভ্রমণে অন্যান্যের মধ্যে ওয়াইজেএফবি-এর কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এ.কে. আজাদ, যুগ্ম সম্পাদক আউয়াল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এম. জহিরুল ইসলাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সিদ্ধার্থ শঙ্কর ধর, যুব ও প্রশিক্ষণ সম্পাদক নির্মল কুমার বর্মন, প্রচার সম্পাদক সাখাওয়াত মিশু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, মুন্সিগঞ্জ জেলা কমিটির সভাপতি মকবুল হোসেন, লক্ষ্মীপুর জেলা কমিটির সভাপতি রবিউল ইসলাম খান, সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি আমিনুল হক, মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি সভাপতি মো. আবদুল কাইয়ুম ও সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ অংশগ্রহণ করেন।

আনন্দ ভ্রমনে অতিথি হিসাবে সংগঠনের উপদেষ্টামন্ডলীর সদস্য ডিইউজে’র সাবেক সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিঞা এবং প্রবাসী ব্যবসায়ী টিপু সুলতান অংশগ্রহণ করেন।

এর আগে, শনিবার ওয়াইজেএফবি সাধারণ সম্পাদক মহিউদ্দিন কাদের’র নেতৃত্বে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ধলই সীমান্তে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মরণে নির্মিত স্মৃতিসৌধ ও তাঁর শাহাদাৎবরণের স্থানে শ্রদ্ধা নিবেদন করেন।

ওয়াইজেএফবি’র বিভিন্ন পদের দায়িত্ব পুর্নবন্টন

ওয়াইজেএফবি’র বিভিন্ন পদের দায়িত্ব পুর্নবন্টন

ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০১৯: ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহি কমিটির কয়েকটি পদের দায়িত্ব পুর্নবন্টন ও শূণ্যপদ পূরন করা হয়েছে।

সংগঠনের সভাপতি তানভীর আলাদিন এবং সাধারণ সম্পাদক মহিউদ্দিন কাদের এসব পদের দায়িত্ব পুনর্বন্টন করেন।

ওয়াইজেএফবি’র যুগ্ম-সম্পাদক পদে নতুন দায়িত্ব পেলেন আউয়াল চৌধুরী (একুশে টিভি অনলাইন)ও শেখ মো. শিমুল(আরটিভি)।

উল্লেখ্য, অন্য যুগ্ম-সম্পাদকরা হলেন-হুমায়ূন কবির তমাল (আলোকিত বাংলাদেশ), জাওহার ইকবাল খান (ভোরেরপাতা) এবং আহসান হাবিব রিপন (মাতৃছায়া)।

পাশাপাশি, ওয়াইজেএফবি’র নতুন প্রচার সম্পাদক হলেন শাখাওয়াত হোসেন মিশু (পূর্বপশ্চিমবিডি.কম)।

এছাড়াও, রফিকুল ইসলাম (ইউএনবি) বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং এমরুল হাসান বাপ্পী(ডেইলি স্টার)শিক্ষা ও গবেষণা সম্পাদক দায়িত্ব পেয়েছেন।

কার্যনির্বাহি কমিটির নতুন সদস্য হয়েছেন নিলয় মামুন (ইত্তেফাক)। সংগঠনের দপ্তর সম্পাদক ফরহাদ শিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

ওয়াইজেএফবি’র কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ গঠন

ওয়াইজেএফবি’র কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ গঠন

ঢাকা, ৫ জুলাই, ২০১৯: দেশের তরুণ-যুব সাংবাদিকদের বৃহত্তম সংগঠন ইয়ুথ জার্নালিস্টস্ ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি)-এর নতুন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।

শুক্রবার (৫ জুলাই) বিকেলে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে উপদেষ্টা পরিষদের নাম ঘোষণা করা হয়। ১১ সদস্য বিশিষ্ট নতুন উপদেষ্টা পরিষদে আছেন-

১. নিজাম চৌধুরী (সিনেট সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ও চেয়ারম্যান, এনআরবি গ্লোবাল ব্যাংক লি.) ,
২. মোহাম্মদ আলী খোকন (সভাপতি, বিটিএমএ ও পরিচালক, এফবিসিসিআই) ,
৩.আবদুস সামাদ (ভাইস চেয়ারম্যান, এস.আলম গ্রুপ) ,
৪.কাজি রফিক (সাবেক সভাপতি, ঢাকা সংবাদিক ইউনিয়ন) ,
৫.মো. আইযুব ভূঁইয়া (বার্তা সম্পাদক, বাসস),
৬.খায়রুজ্জামান কামাল (কার্য নির্বাহি সদস্য, বিএফইউজে),
৭. নূরে জান্নাত আখতার সীমা (কার্য নির্বাহি সদস্য, বিএফইউজে) ,
৮. মো. শাহজাহান মিঞা (সাবেক সাংগঠনিক সম্পাদক,ডিইউজে) ,
৯.কাজি গোলাম সালাউদ্দিন নওফেল (বিশিষ্ট সমাজ সেবক) ,
১০.এড. কাজি ওয়ালিউদ্দিন ফয়সল (এমডি, অঙ্গন প্রোপাট্রিজ লি.),
১১.সৈয়দ রিয়াজুল হক (ব্যবসায়ি ও সমাজ সেবক)।

সম্প্রতি ওয়াইজেএফবি’র শীর্ষ উপদেষ্টা নিজাম চৌধুরী এবং সংগঠনের সভাপতি তানভীর আলাদিন ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন কাদেরের সমন্বিত বৈঠকে ২০১৯-২০২১ সালের জন্য ১১ সদস্য বিশিষ্ট নতুন উপদেষ্টা পরিষদ গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়।

সেই সিদ্ধান্তের আলোকে সভাপতি ও সাধারণ সম্পাদক আজ এই উপদেষ্টা পরিষদের নাম ঘোষণা করেন। এই উপদেষ্টা পরিষদ ১ জুলাই, ২০১৯ থেকে ৩০ জুন, ২০২১ পর্যন্ত বহাল থাকবে।