Activities

ত্রিপুরার ডেপুটি স্পিকার ও সাবেক শিল্প-বাণিজ্য মন্ত্রী পবিত্র কর এর সঙ্গে ওয়াইজেএফবি নেতাদের মতবিনিময়

YJFB5 YJFB4 YJFB2 Pabitra-Kar YJFB3 YJFB1 Pabitra-Kar_29-aug-14
ত্রিপুরা থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুত যোগ হবে
বাংলাদেশের জাতীয় গ্রিডে : ত্রিপুরার ডেপুটি স্পিকার
ভারতের ত্রিপুরার পালাটানা বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বাড়তি বিদ্যুতের ১০০ মেগাওয়াট কুমিল্লা হয়ে বাংলাদেশের জাতীয় গ্রিডে যোগ হবে। এ লক্ষ্যে উভয় দেশের মধ্যে ১৫ কিলোমিটার দীর্ঘ সঞ্চালন লাইন স্থাপন করতে হবে।
শুক্রবার দুপুরে রাজধানীর একটি রেস্তোরাঁয় ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশের (ওয়াইজেএফবি) নেতাদের সঙ্গে মতবিনিময়কালে ত্রিপুরার ডেপুটি স্পিকার ও সাবেক শিল্প-বাণিজ্য মন্ত্রী পবিত্র কর একথা জানান। তিনি ব্যক্তিগত সফরে বাংলাদেশে অবস্থান করছেন।
পবিত্র কর জানান, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহজীকরণের জন্য বিভিন্ন উদ্যোগ নিচ্ছে ত্রিপুরার রাজ্য সরকার। পাশাপাশি বাংলাদেশ ও ত্রিপুরা রাজ্যের মধ্যে ভিসা সহজীকরণের লক্ষ্যে ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাবনাও দেয়া হয়েছে।
ত্রিপুরার বিধান সভার এ ডেপুটি স্পিকার বলেন, “বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা সহজীকরণ হলে ত্রিপুরা রাজ্যের সীমান্তবর্তী বাংলাদেশের জেলাগুলোর (ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজার) বাসিন্দারা উপকৃত হবেন।” তারা চিকিৎসার জন্য ভারতের চেন্নাই বা দিল্লী গেলে ত্রিপুরার আগরতলা বিমানবন্দর ব্যবহার  করে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারেন বলেও জানান তিনি।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইয়ুথ জার্নালিস্টস ফোরামের সভাপতি তানভীর আলাদিন। এ সময় সংগঠনের উপদেষ্টা বাসসের বিশেষ প্রতিনিধি আইয়ুব ভূইয়াসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

http://www.dailynayadiganta.com/details.php?nayadiganta=NjYzNjA=&s=MjM=

http://www.natunbarta.com/national/2014/08/29/96200/%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BE+%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87+%E0%A6%86%E0%A6%B8%E0%A6%9B%E0%A7%87+%E0%A7%A7%E0%A7%A6%E0%A7%A6++%E0%A6%AE%E0%A7%87%E0%A6%97%E0%A6%BE%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%9F+%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81%E0%A7%8E

http://www.kalerkantho.com/online/business/2014/08/29/122567

http://www.djanata.com/index.php?ref=MjBfMDhfMzBfMTRfMV8xXzFfODE3OTA=

http://janatarnews24.com/details.php?sid=3&id=28459

তথ্য অধিকার আইন নিয়ে কর্মশালা

ওয়াইজেএফবি জেলা পর্যায়ের নেতাদের অংশগ্রহনে তথ্য কমিশন এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি (২৭ আগস্ট ২০১৪) :: ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি) এর জেলা পর্যায়ের নেতাদের অংশগ্রহনে গত ২৬ আগস্ট সোমবার তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ে অবহিতকরণ বিষয়ক এক কর্মশালা তথ্য কমিশন এর আয়োজনে আগারগাঁওস্থ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। তথ্য কমিশনের সচিব মোঃ ফরহাদ হোসেন ও পরিচালক মোঃ সাইফুল্লাহিল আজম কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন। ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি) কেন্দ্রীয় কমিটি সভাপতি কাজী তানভীর আলাদীন, সাধারণ সম্পাদক মহি উদ্দিন কাদের, কোষাধ্যক্ষ একে আজাদ, যুগ্ম সম্পাদক মতিন আব্দুল্লাহ, ফেনী জেলা কমিটির সভাপতি শাহ জালাল ভূঞা, সাধারণ সম্পাদক মহিবুল্লাহ ফরহাদ ও কোষাধ্যক্ষ এম এমরান পাটোয়ারী সহ বিভিন্ন জেলার ৩০ জন সাংবাদিক কর্মশালায় অংশগ্রহণ করেন।কর্মশালায় বক্তাগণ বলেন- জনগণ তথ্য অধিকার আইন সম্পর্কে যতবেশী জানবেন, ততবেশীই তারা ক্ষমতায়িত হবেন। তথ্য জানা ও প্রাপ্তি নিশ্চিত হলে প্রশাসনের দুর্নীতি কমে স্বচ্ছতা ও জবাবদিহীতা বাড়বে।

http://alokitobangla.com/national/5772-2014-08-27-17-02-25

ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে পালন

আগামীকাল ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে উপলক্ষে ওয়াইজেএফবি’র আলোচনা সভা
আগামীকাল ৩ মে ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে-২০১৪। এবারের প্রতিপাদ্য “সুন্দর আগামীর জন্য মুক্ত গণমাধ্যম”।
দিনটি উদযাপন উপলক্ষে আগামীকাল শনিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর সেগুন বাগিচায় ডিআরইউ’র (৩য় তলা) বীর উত্তম খাজা নিজাম উদ্দিন মিলনায়তনে ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি)-এর পক্ষ  থেকে ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে-২০১৪ : প্রেক্ষাপট বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভার অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ ফারুক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- আলতাফ মাহমুদ (সভাপতি, ডিইউজে), ইলিয়াস খান (সাধারণ সম্পাদক, ডিআরইউ), সোহরাব হাসান, (যুগ্ম সম্পাদক, প্রথম আলো), মুস্তাফিজ শফি (নির্বাহী সম্পাদক, সমকাল),কাজি রফিক (নির্বাহী সদস্য, বিএফইউজে), রোবায়েত ফেরদৌস (সহযোগি অধ্যাপক, ঢাবি), রাহুল রাহা (বার্তা প্রধান, বৈশাখী টেলিভিশন), সরদার ফরিদ আহমদ (সাবেক সাধারণ সম্পাদক, ডিইউজে) প্রমুখ।
সংগঠনের সভাপতি তানভীর আলাদিনের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য আলোচনায় উদ্বোধনী বক্তৃতা করবেন আইযুব ভুঁইয়া (বিশেষ প্রতিনিধি, বাসস)।

One thought on “Activities

  1. বিশেষ ঘোষনা
    ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি)-এর সকল জেলা/ বিশ্ববিদ্যালয়/ ইউনিট কমিটির সদস্যদেরকে ১৫ ডিসেম্বর ২০১৭ তারিখের মধ্যে সংশ্লিষ্ট কমিটির সভাপতি/ সাধারন সম্পাদকের কাছে নিজের জাতীয় পরিচয়পত্র ও পেশাগত পরিচয়পত্রের (অফিস আইডি) ফটোকপি এবং এককপি ছবি জমা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.