১ অক্টোবর ২০২০: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ (ওযাইজেএফবি)-এর মুন্সিগঞ্জ জেলা কমিটির উদ্যোগে টঙ্গীবাড়ী উপজেলায় বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টবর) সকাল ১০ টায় টঙ্গীবাড়ী বানারী বহুমুখী উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।
ইয়ুথ জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি)-এর মুন্সিগঞ্জ জেলা কমিটির সভাপতি মো. মুকবুল হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টঙ্গীবাড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জগলুল হাওলাদার।
বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অসীত বরন বিশ্বাস, ওয়াইজেএফবি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক শেখ মো. শিমুল।
অনুষ্ঠান পরিচালনা করেন ওয়াইজেএফবি’র মুন্সিগঞ্জ জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান।