মহান বিজয় দিবসে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ইয়ুথ জার্নালিস্টস ফোরামের শ্রদ্ধা নিবেদন

ঢাকা, ১৬ ডিসেম্বর ২০২০: মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার জাতীয় প্রেসক্লাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলোদেশের (ওয়াইজেএফবি)।
১৬ ডিসেম্বর (বুধবার) সকালে সংগঠনের সভাপতি তানভীর আলাদিন ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন কাদের’র নেতৃত্বে সংগঠনের কার্য নির্বাহি কমিটির নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর প্রতিকৃতিতে পষ্পস্তবক অর্পন করেন।
এসময় সংগঠনের উপদেষ্টা আইয়ুব ভুঁইয়া, যুগ্ম-সম্পাদক আউয়াল চৌধুরী ও এম. জহিরুল ইসলাম, যুব ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নির্মল কুমার বর্মন, আপ্যায়ন সম্পাদক হাবিবুর রহমান বাবু, সদস্য আবু কাওসার খোকন এবং নোয়াখালী ইউনিটের সমন্বয়কারী ফায়জুল ইসলাম জাহান প্রমুখ উপস্থিত ছিলেন।
স্বা/-