প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদের সঙ্গে ওয়াইজেএফবি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

ঢাকা, ২২ জানুয়ারি, ২০১৮ :: দেশের তরুণ–যুব সাংবাদিকদের সংগঠন ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশের (ওয়াইজেএফবি) নেতৃবৃন্দ নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।

ওয়াইজেএফবি’র সভাপতি তানভীর আলাদিন এবং সাধারণ সম্পাদক মহিউদ্দিন কাদেরের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ের তথ্য কমিশনে প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার উপস্থিত ছিলেন।

ওয়াইজেএফবি প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- আবদুল্লাহ আল মাহমুদ মীম, এ কে আজাদ, এম. জহিরুল ইসলাম ও ফরহাদ শিকদার।

শুভেচ্ছা বিনিময়কালে ওয়াইজেএফবি নেতৃবৃন্দ সংগঠনের সদস্য সাংবাদিকদের জন্য তথ্য কমিশনের প্রশিক্ষণ কর্মশালা অব্যহত রাখার সহযোগিতা চাইলে প্রধান তথ্য কমিশনার আশ্বস্থ করেন।

গত ১৮ জানুয়ারি সাবেক মরতুজা আহমদকে নতুন প্রধান তথ্য কমিশনার পদে যোগদান করেছেন । তিনি অধ্যাপক ড. মো. গোলাম রহমানের স্থলাভিষিক্ত হন।