ঢাকা, ১০ জানুয়ারি ২০২১: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস-২০২১ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ইয়ুথ জার্নালিস্টস্ ফোরাম বাংলাদেশের (ওয়াইজেএফবি)।
রবিবার (১০জানুয়ারি) দুপুর ১ টায় সংগঠনের সভাপতি তানভীর আলাদিন ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন কাদের’র নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম-সম্পাদক এম. জহিরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক মো. রাশিম মোল্লা, যুব ও প্রশিক্ষন সম্পাদক নির্মল কুমার বর্মন, দপ্তর সম্পাদক ইসরাফিল হোসাইন, সংস্কৃতি ও বিনোদন সম্পাদক হাবিবুর রহমান বাবু, আপ্যায়ন সম্পাদক তওফিকুল মাওলা চৌধুরী শুভ্র এবং সংগঠনের জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিটের সমন্বয়কারি (সভাপতি) আজিজুল হক ও যুগ্ম-সমন্বয়কারি (সাধারণ সম্পাদক) সাগর হোসাইন প্রমুখ।