ঢাকা, ১৭ মার্চ ২০২০: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি)।
ইয়ুথ জার্নালিস্টস ফোরামের সাধারণ সম্পাদক মহিউদ্দিন কাদের-এর নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধিদল জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন-ওয়াইজেএফবি’র সাংগঠনিক সম্পাদক এম. জহিরুল ইসলাম, যুব ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নির্মল কুমার বর্মন, পরিবেশ বিষয়ক সম্পাদক আলম শামস, সদস্য-এসএম মাসুদ রানা, হাবিবুর রহমান বাবু প্রমুখ।