ওয়াইজেএফবি-এর বার্ষিক বিনোদন ভ্রমণ ১০ নভেম্বর

বিশেষ বিজ্ঞপ্তি:
ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি)-এর সদস্য সাংবাদিকদের অনুরোধের প্রেক্ষিতে সংগঠনের বার্ষিক বিনোদন ভ্রমনের চাঁদার হার জনপ্রতি দুইহাজার (২,০০০/) টাকা করা হয়েছে। চাঁদা প্রদানের শেষ তারিখ- ২৮ অক্টোবর ২০১৯ সোমবার।

ওয়াইজেএফবি-এর বার্ষিক বিনোদন ভ্রমন আগামি ১০ নভেম্বর রোববার ২০১৯ (ঈদে মিলাদুন্নবীর সরকারি গেজেটেড ছুটির দিন) মৌলভীবাজারের (মাধবপুর লেক-লাউয়াছড়া জাতীয় উদ্যান-সংলগ্ন চাবাগান) অনুষ্ঠিত হবে।
৯ নভেম্বর শনিবার রাতে ঢাকা থেকে যাত্রা শুরু হবে। এরপর ১০ নভেম্বর রোববার সারাদিন বেড়ানোর পর রাতে রওয়ানা হয়ে ১১ নভেম্বর সোমবার সকালে ঢাকায় ফিরবো।
এই প্যাকেজের আওতায় বাস/ট্রেনে যাতায়তসহ প্রদেয় চাঁদা- দুইহাজার (২,০০০/) টাকা। ঢাকা থেকে যাওয়া-আসার পরিবহন ব্যয়, গন্তব্যে পৌঁছে সকালের নাস্তা, দুপুরের খাবার ও রাতের খাবার এর অন্তর্ভুক্ত।

উল্লেখ্য, যাতায়াতকালে গাড়িতে ও যাত্রাবিরতিতে নাস্তা-খরচ, স্পটে ঘোরাঘুরি-স্থানীয় পরিবহন-আনুসঙ্গিক ব্যয় নিজ নিজ দায়িত্বে করতে হবে।

কোন সদস্য বিনোদন ভ্রমনে অতিথি নিতে চাইলে আগেই বিনোদন ভ্রমন উপ-কমিটিকে জানাতে হবে এবং অতিথির জন্য সদস্যের সমপরিমান চাঁদা দুইহাজার (২,০০০/) টাকা জমা দিতে হবে।কোন সদস্য বিনোদন ভ্রমনে একজন (১জন) সাংবাদিক অতিথিকে নিতে পারবেন।

চাঁদা প্রদানের শেষ তারিখ: ২৮ অক্টোবর ২০১৯ সোমবার। ওয়াইজেএফবি’র সভাপতি/সাধারণ সম্পাদক/কোষাধ্যক্ষ-এর কাছে সরাসরি অথবা উল্লিখিত “বিকাশ” নম্বরে চাঁদার টাকা পাঠানো যাবে: 01768-807374 (কোষাধ্যক্ষ), 01762547133 (সাধারণ সম্পাদক)। চাঁদা পাঠানোর পর ফোনে জানাবেন এবং ‘বিকাশ’-এর ফিরতি ম্যাসেজটি গ্রুপে দিবেন।

বি.দ্র. মৌলভীবাজার জেলা কমিটিসহ যেসব জেলা/ইউনিট কমিটির সদস্যবৃন্দ নিজেরা সরাসরি স্পটে যাবেন ও ফিরবেন তাদের জন্য চাঁদার হার একহাজার (১,০০০/)টাকা।