ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০১৯: ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহি কমিটির কয়েকটি পদের দায়িত্ব পুর্নবন্টন ও শূণ্যপদ পূরন করা হয়েছে।
সংগঠনের সভাপতি তানভীর আলাদিন এবং সাধারণ সম্পাদক মহিউদ্দিন কাদের এসব পদের দায়িত্ব পুনর্বন্টন করেন।
ওয়াইজেএফবি’র যুগ্ম-সম্পাদক পদে নতুন দায়িত্ব পেলেন আউয়াল চৌধুরী (একুশে টিভি অনলাইন)ও শেখ মো. শিমুল(আরটিভি)।
উল্লেখ্য, অন্য যুগ্ম-সম্পাদকরা হলেন-হুমায়ূন কবির তমাল (আলোকিত বাংলাদেশ), জাওহার ইকবাল খান (ভোরেরপাতা) এবং আহসান হাবিব রিপন (মাতৃছায়া)।
পাশাপাশি, ওয়াইজেএফবি’র নতুন প্রচার সম্পাদক হলেন শাখাওয়াত হোসেন মিশু (পূর্বপশ্চিমবিডি.কম)।
এছাড়াও, রফিকুল ইসলাম (ইউএনবি) বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং এমরুল হাসান বাপ্পী(ডেইলি স্টার)শিক্ষা ও গবেষণা সম্পাদক দায়িত্ব পেয়েছেন।
কার্যনির্বাহি কমিটির নতুন সদস্য হয়েছেন নিলয় মামুন (ইত্তেফাক)। সংগঠনের দপ্তর সম্পাদক ফরহাদ শিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।