ঢাকা, ৫ জুলাই, ২০১৯: দেশের তরুণ-যুব সাংবাদিকদের বৃহত্তম সংগঠন ইয়ুথ জার্নালিস্টস্ ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি)-এর নতুন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।
শুক্রবার (৫ জুলাই) বিকেলে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে উপদেষ্টা পরিষদের নাম ঘোষণা করা হয়। ১১ সদস্য বিশিষ্ট নতুন উপদেষ্টা পরিষদে আছেন-
১. নিজাম চৌধুরী (সিনেট সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ও চেয়ারম্যান, এনআরবি গ্লোবাল ব্যাংক লি.) ,
২. মোহাম্মদ আলী খোকন (সভাপতি, বিটিএমএ ও পরিচালক, এফবিসিসিআই) ,
৩.আবদুস সামাদ (ভাইস চেয়ারম্যান, এস.আলম গ্রুপ) ,
৪.কাজি রফিক (সাবেক সভাপতি, ঢাকা সংবাদিক ইউনিয়ন) ,
৫.মো. আইযুব ভূঁইয়া (বার্তা সম্পাদক, বাসস),
৬.খায়রুজ্জামান কামাল (কার্য নির্বাহি সদস্য, বিএফইউজে),
৭. নূরে জান্নাত আখতার সীমা (কার্য নির্বাহি সদস্য, বিএফইউজে) ,
৮. মো. শাহজাহান মিঞা (সাবেক সাংগঠনিক সম্পাদক,ডিইউজে) ,
৯.কাজি গোলাম সালাউদ্দিন নওফেল (বিশিষ্ট সমাজ সেবক) ,
১০.এড. কাজি ওয়ালিউদ্দিন ফয়সল (এমডি, অঙ্গন প্রোপাট্রিজ লি.),
১১.সৈয়দ রিয়াজুল হক (ব্যবসায়ি ও সমাজ সেবক)।
সম্প্রতি ওয়াইজেএফবি’র শীর্ষ উপদেষ্টা নিজাম চৌধুরী এবং সংগঠনের সভাপতি তানভীর আলাদিন ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন কাদেরের সমন্বিত বৈঠকে ২০১৯-২০২১ সালের জন্য ১১ সদস্য বিশিষ্ট নতুন উপদেষ্টা পরিষদ গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়।
সেই সিদ্ধান্তের আলোকে সভাপতি ও সাধারণ সম্পাদক আজ এই উপদেষ্টা পরিষদের নাম ঘোষণা করেন। এই উপদেষ্টা পরিষদ ১ জুলাই, ২০১৯ থেকে ৩০ জুন, ২০২১ পর্যন্ত বহাল থাকবে।