ঢাকা,১৮ ডিসেম্বর ২০১৮: ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি) প্রতিনিধিদলের মৌলভীবাজার জেলার কমলগঞ্জের হাম-হাম জলপ্রপাত এবং সংলগ্ন চাবাগান ও পাহাড়ি বনে ভ্রমন করেন, ১৬-১৭ ডিসেম্বর ২০১৮।
প্রতিনিধিদলের সদস্যরা হলেন- সংগঠনের সাধারণ সম্পাদক মহিউদ্দিন কাদের, সহসভাপতি মহসিন বেপারী, সাংগঠনিক সম্পাদক এম. জহিরুল ইসলাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সিদ্ধার্থ শংকর ধর, দপ্তর সম্পাদক মো. ফরহাদ হোসেন শিকদার, যুব ও প্রশিক্ষন সম্পাদক নির্মল কুমার বর্মন, নির্বাহি সদস্য মো. গোলাম রাব্বানী এবং ফারুক আলম।
ওয়াইজেএফবি’র মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. সোহেল রানা এবং কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সাজু এ সময় উপস্থিত ছিলেন।