ঢাকা, ১ নভেম্বর ২০২০: দেশের তরুন-যুব সাংবাদিকদের অন্যতম সংগঠন ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ(ওয়াইজেএফবি)-এর বার্ষিক আনন্দ ভ্রমন স্বাস্থ্যবিধি মেনে গত ২৯ ও ৩০ অক্টোবর ২০২০ তারিখে(বৃহস্পতি ও শুক্রবার)পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অনুষ্ঠিত হয়েছে।
দু’দিনব্যাপি এ আনন্দ ভ্রমনকালে ওয়াইজেএফবি’র সদস্য সাংবাদিকরা তেঁতুলিয়ায় অবস্থিত বাংলাদেশের উত্তর-পশ্চিমের সর্বশেষ প্রান্ত বাংলাবান্ধা সীমান্তের জিরোপয়েন্ট, ভারতে অবস্থিত হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা, আন্তঃসীমান্ত নদী মহানন্দা, বাংলাদেশে সমতলভূমির চাবাগান, কমলাবাগান, পুরনো কোলকাতা-দার্জিলিং সড়কের একাংশসহ বাংলাদেশ-ভারত সীমান্তের চাবাগান এলাকার অপরূপ সৌন্দর্য উপভোগ করেন।
ইয়ুথ জার্নালিস্টস ফোরামের সাধারণ সম্পাদক মহিউদ্দিন কাদের-এর নেতৃত্বে সংগঠনের সদস্যরা ঢাকা থেকে পঞ্চগড় পর্যন্ত বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে যাতায়াত করেন।আনন্দ ভ্রমনে অংশগ্রহনকারি ওয়াইজেএফবি’র সদস্যদের মধ্যে ছিলেন সংগঠনের সহ-সভাপতি আবদুল্লাহ আল মাহমুদ মীম, সাংগঠনিক সম্পাদক এম. জহিরুল ইসলাম, পরিবেশ বিষয়ক সম্পাদক আলম শামস, কার্য নির্বাহি সদস্য মোহাম্মদ আবু হানিফ, সম্মানীত সদস্য সুমন মোস্তফা ও এসএম মাসুদ রানা, মুন্সিগঞ্জ জেলা ইউনিটের সমন্বয়কারি (জেলা কমিটির সভাপতি) মকবুল হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইউনিটের যুগ্ম-সমন্বয়কারি (জাবি কমিটির সাধারণ সম্পাদক) মো. ইউসুফ জামিল এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিটের যুগ্ম-সমন্বয়কারি (জবি কমিটির সাধারণ সম্পাদক) মো. ইসরাফিল হোসাইন।