মুন্সিগঞ্জ জেলার গজারিয়ায় আজ প্রয়াত সাংবাদিক শাখাওয়াত সরকারের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড এলাকার মিয়াজী টিএইচ মেমোরিয়াল হসপিটাল কমপ্লেক্সে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। ইয়ুথ জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি) মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে গত ১৪ নভেম্বর ২০১৪ইং শুক্রবার সকালে এটির আয়োজন করা হয়।
ওয়াইজেএফবি’র মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি সাংবাদিক শেখ মো. শিমুল’র সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তৃতা করেন- ওয়াইজেএফবি কেন্দ্রিয় কমিটির সভাপতি ও বাসস’র সিনিয়র সাব-এডিটর তানভীর আলাদিন, বিশেষ অতিথি ছিলেন, সহ-সম্পাদক ও বৈশাখী টিভি’র সিনিয়র নিউজ রুম এডিটর মুক্তাদির অনিক, দফতর সম্পাদক ও দৈনিক জনতা’র স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ আল মাহমুদ ও ফেনী জেলা কমিটির সদস্য আলমগীর ননী।
অন্যদের মধ্যে বক্তৃতা করেন দৈনিক মুন্সীগঞ্জের কাগজের গজারিয়া প্রতিনিধি মো. রিপন মোল্লা, সরেজমিনের মো. জাকির হোসেন দর্জি, আলোকিত বাংলাদেশের মোয়াজ্জেম হোসেন জুয়েল, বাংলাদেশ সময়ের আঁখি আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, সাংবাদিক শাখাওয়াত সব সময় সাংবাদিকদের ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করেছেন। সহকর্মীদের সঙ্গে তার বন্ধুর মতো সম্পর্ক ছিল। সাংবাদিকতায় তরুণদের কাছে টেনে তিনি সাংবাদিকতার কলাকৌশল শেখাতেন খুব আন্তরিকতার সঙ্গে। ব্যক্তি হিসেবেও তিনি ছিলেন অসাধারণ।
এ সময় স্মরণসভায় প্রয়াত সাংবাদিক শাখাওয়াত সরকারের স্ত্রী, দ্ইু মেয়ে, শ্বশুর ও নিকট আত্মীয়রা মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।
শাখাওয়াত সরকার ইয়ুথ জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি)-এর মুন্সীগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন’র গজারিয়া প্রতিনিধিসহ একাধিক প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন।
স্মরণসভায় কোরআন থেকে তেলাওয়াত ও মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।




